জামালপুর থেকে বেনাপোল হিমেল সিমান্তের এসি বাসের শুভ উদ্বোধন
- প্রকাশিত : ১১:৩০:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২০ ১১৪৯ বার পঠিত
জামালপুর থেকে বেনাপোল হিমেল সিমান্তের এসি বাসের শুভ উদ্বোধন
বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে জামালপুরে হিমেল সিমান্তের আধুনিক সেবামান নিশ্চিত করে দুটি এসি বাসের শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় শহরের পুরাতন বাইপাস মোড় এলাকায় বাস দুটির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি। এ সময় উপস্থিত ছিলেন বাস দুটির সত্বাধীকারী জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা শ্রমিক লীগের সভাপতি মশিউর রহমান বাবু, জেলা বাস মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জার্নিস, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা হেনা, বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মাহবুবুর আলম বাবলাসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বাস দুটি নিয়ন্ত্রণ হবে শেরপুর, জামালপুর থেকে যশোর, বেনাপোল এর উদ্দেশ্যে।