সংবাদ শিরোনাম :
টঙ্গীতে ট্রেনে কাটা পরে যুবক নিহত

বি এ রায়হান, গাজীপুরঃ
- প্রকাশিত : ০৯:২০:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১ ১৩৯৪ বার পঠিত

টঙ্গীতে ট্রেনে কাটা পরে যুবক নিহত
বি এ রায়হান, গাজীপুরঃ গাজীপুরের টঙ্গীতে চলন্ত ট্রেনে কাটা পরে ইস্তেকার আহমেদ আসেক (২১) নামে এক যুবক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টঙ্গী পূর্ব থানাধীন বউ বাজার এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
ট্রেনে কাটা পরে নিহত আসেক টঙ্গীর মিরাস পাড়া শহীদ স্মৃতি স্কুল রোড এলাকার গোলাম মোস্তফার ছেলে। সে তামান্না এন্টারপ্রাইজ নামক একটি ইলেকট্রিক দোকানে কাজ করতো।
টঙ্গী স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুরে নিহত যুবক আসেক কানে হেডফোন লাগিয়ে রেললাইনের উপর হাঁটছিল এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা আন্তঃনগর সিল্ক সিটি ট্রেনটি আসতে দেখে স্থানীয়রা অনেক চিৎকার করেও তাকে সতর্ক করতে পারিনি একপর্যায়ে চলন্ত ট্রেনে কাটা পরে আসেক নিহত হয়।
রেলওয়ে পুলিশ(টঙ্গী) ফাড়ির ইনচার্জ নুর মোহাম্মদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এই ঘটনাই আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।