টাঙ্গাইলের কালিহাতী ও গোপালপুর পৌরসভায় জয় পেলেন যারা
- প্রকাশিত : ১১:১৩:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১৫ ফেব্রুয়ারী ২০২১ ৭১৩ বার পঠিত
টাঙ্গাইলের কালিহাতী ও গোপালপুর পৌরসভায় জয় পেলেন যারা
গতকাল ১৪ ফেব্রুয়ারি(রবিবার) টাঙ্গাইলের কালিহাতী ও গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীরা বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন।রবিবার রাতেই সংশ্লিষ্ট উপজেলায় পৌরসভার রির্টানিং অফিসার এ ফলাফল ঘোষণা করেন।
রবিবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ শেষ হয়।গোপালপুর পৌরসভা ইভিএম এবং কালিহাতী পৌরসভা নির্বাচন ব্যালটে অনুষ্ঠিত হয়েছে।
কালিহাতী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নুরুন্নবী সরকার (নৌকা) বেসরকারীভাবে জয় পেয়েছেন।তিনি পেয়েছেন ১১ হাজার ২৮৮ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র আলী আকবর জব্বার (ধানের শীষ প্রতীক) পেয়েছেন ৭ হাজার ৮৯ ভোট।এ পৌরসভায় মোট ভোটার ২৮ হাজার ৬৫৫ জন।
অপরদিকে গোপালপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান মেয়র রকিবুল হক ছানা (নৌকা) বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।তিনি পেয়েছেন ১৮ হাজার ৯৬৭ ভোট।তার নিকটততম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী খন্দকার গিয়াস উদ্দিন (নারিকেল গাছ প্রতীক) পান ৪ হাজার ২৮৭ ভোট।বিএনপির প্রার্থী খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল(ধানের শীষ) পান ১ হাজার ৬৮৯ ভোট।এ পৌরসভায় মোট ভোটার ৪০ হাজার ৭৩৫ জন।
কালিহাতী ও গোপালপুর পৌরসভার নির্বাচন নিয়ে টাঙ্গাইল জেলা কর্মকর্তা এএইচএম কামরুল হাসান বলেন, সুষ্ঠ এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।