ট্রাম্পের ক্ষমতা হস্তান্তর বিলম্বে করোনা ভ্যাকসিন বিতরণ বাধাগ্রস্ত হবে-জো বাইডেন
- প্রকাশিত : ০২:৪৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০ ৭৩২ বার পঠিত
সম্প্রতি শেষ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন।আসন্ন নির্বাচনে জয়ী হয়েছেন জো বাইডেন।নির্বাচনে পরাজয় মেনে নিতে পারছেন না ট্রাম্প।যার কারণে বিজয় নিশ্চিত হওয়ার পরও বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আইনগত প্রক্রিয়া এখনও শুরু করেননি ট্রাম্প।ট্রাম্প ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া শুরু করতে বিলম্ব করলে প্রাণঘাতী করোনা ভ্যাকসিন বিতরণ বাধাগ্রস্ত হওয়ার প্রবল আশঙ্কার কথা ব্যক্ত করেছেন।যার কারণে করোনায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে।সূত্র: সিএনএন
১৬ নভেম্বর নিজের নির্বাচনি এলাকায় শ্রমিক ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে সাক্ষাতের পর জো বাইডেন বলেন, আমরা যদি সহায়তা না করি তবে আরও মানুষের মৃত্যু হতে পারে।ট্রাম্প ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া এখনো শুরু না করায় এমন মন্তব্য করেন জো বাইডেন।
তিনি আরও বলেন, এখনই কিংবা যত তাড়াতাড়ি সম্ভব সমন্বয় শুরু করা জরুরি।প্রেসিডেন্ট অংশ নিলে এটা খুবই সহজ হয়ে উঠবে।’তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, আশা করছি ২০ জানুয়ারি আসার আগেই প্রেসিডেন্ট আরও আলোকিত হয়ে উঠবেন।’
ট্রাম্প সম্পর্কে তিরি বলেন, ‘প্রেসিডেন্ট এখনও গল্ফ খেলে চলেছেন আর কোন কিছুই করছেন না।তার পরিকল্পনা আমার বোধগম্যতার বাইরে।’