ডেমোক্রেসি ফেল করলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে- ফয়েজ সিদ্দিকী

- প্রকাশিত : ১০:৫৩:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ জুলাই ২০২২ ১৬৯ বার পঠিত

ডেমোক্রেসি ফেল করলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে- ফয়েজ সিদ্দিকী
দেশের প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা ফেল করলে আইনের শাসন ফেল করবে। আইনের শাসন ফেল করলে ডেমোক্রেসি ফেল করবে। ডেমোক্রেসি ফেল করলে রাষ্ট্র অকার্যকর হয়ে যাবে। সে জন্য আমরা আমাদের নিজ নিজ দায়িত্ব পালন করবো।’
গত বৃহস্পতিবার(২৮ জুলাই) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ঢাকায় অনুষ্ঠিত খুলনা বিভাগীয় আইনজীবী সমিতির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ফয়েজ সিদ্দিকী বলেন, ‘আইন পেশার সুমহান মর্যাদা রক্ষা করতে সব অনিয়মের বিরুদ্ধে বার (আইনজীবী) ও বেঞ্চকে (বিচারক) সোচ্চার থাকতে হবে। আইনজীবীদের প্রতি একান্ত প্রত্যাশা থাকবে, আদালতের পবিত্র অঙ্গন থেকে অসাধু ও প্রতারক চক্রকে উচ্ছেদের মাধ্যমে এই অঙ্গনকে কলুষমুক্ত করবেন। বিচার-প্রত্যাশী জনগণের হয়রানি নিরসনে আপনাদের হৃদয় নিংড়ানো আন্তরিকতা খোদার কাছে ইবাদতের মর্যাদা পাবে।’