সংবাদ শিরোনাম :
ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১০:১৭:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ এপ্রিল ২০২১ ৭৬৫ বার পঠিত
ড্রাইভিং লাইসেন্স কার্যক্রম বন্ধ থাকবে ১১ এপ্রিল পর্যন্ত
দেশের মেট্রোপলিটন ও জেলাগুলোতে ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা ও বায়োমেট্রিক গ্রহণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।মহামারি করোনা সংক্রমণের বিস্তাররোধে সরকারের দেওয়া চলমান নিষেধাজ্ঞার কারণে এটি স্থগিত করা হয়েছে।
৬ এপ্রিল(মঙ্গলবার) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ)এর পরিচালক(ইঞ্জিনিয়ারিং)শীতাংশু শেখর বিশ্বাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, করোনার বিস্তার রোধে বিভিন্ন মেট্রোপলিটন ও জেলা এলাকার ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত পরীক্ষা গ্রহণ এবং পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের বায়োমেট্রিক কার্যক্রম আপাতত ১১ এপ্রিল পর্যন্ত স্তগিত করা হয়েছে।যথাযথ কর্তৃপক্ষের এতে অনুমোদন রয়েছে।
আরও পড়ুন: গত ২৪ ঘন্টায় দেশে করোনায় মারা গেছে ৬৬ জন
সূত্র: গণমাধ্যম।