সংবাদ শিরোনাম :
ঢাকার সব যাত্রীবাহী ট্রেন বন্ধ থাকবে
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১১:৪৩:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুন ২০২১ ৫২৯ বার পঠিত
মহামারি করোনা সংক্রমণ প্রতিরোধে ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ করা হচ্ছে।২২ জুন(মঙ্গলবার)দিবাগত রাত ১২টার পর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
দেশের রেলওয়ের মহাপরিচালক ধীরেন্দ্র নাথ মজুমদার গণমাধ্যমকে এতথ্য জানান।
ধীরেন্দ্র নাথ মজুমদার বলেন, ঢাকা থেকে কোনও ট্রেন ছাড়বে না এবং আসবেও না। তবে লকডাউনের আওতায় থাকা জেলাগুলো বাদে দেশের অন্যান্য এলাকায় ট্রেন চলাচল স্বাভাবিক থাকবে।
উল্লেখ্য, আগে সোমবার রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছিলেন, লকডাউনের আওতায় থাকা ঢাকার পার্শ্ববর্তী ৭ জেলার রেলস্টেশনে ট্রেন থামবে না।