ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব
- প্রকাশিত : ০২:০০:২২ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ৭৩১ বার পঠিত
ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব
ফের বাড়ছে পানির দাম।ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।মঙ্গলবার ঢাকা ওয়াসার বোডসভায় এই প্রস্তাব অনুমোদন পেতে পারে।সেক্ষেত্রে ১ জুলাই থেকে পানির বর্ধিত মূল্য কার্যকর হবে।
২০২০ সালের এপ্রিল মাসে করোনার শুরুর দিকে পানির দাম বাড়িয়েছিল ঢাকা ওয়াসা।সেসময় প্রতি ইউনিটে আবাসিকে পানির দাম বেড়েছিল ২ টাকা ৮৯ পয়সা।এবারে পানির বাড়তি দাম কার্যকর হলে গত ১৩ বছরে ১৪ বার পানির দাম বাড়ানোর ঘটনা ঘটবে।
তথ্য মত, দাম বাড়ানোর সিদ্ধান্তের অনুমোদন হলে আগামী জুলাই মাস থেকে আবাসিক গ্রাহকদের প্রতি ইউনিট (১ হাজার লিটার) পানির জন্য দাম দিতে হবে ১৫ টাকা ১৮ পয়সা।আর বাণিজ্যিক সংযোগে দিতে হবে ৪২ টাকা।
ঢাকা ওয়াসার কর্মকর্তা মোস্তফা তারেক জানান, ওয়াসা আইন ১৯৯৬-এর ২২ ধারা অনুযায়ী ওয়াসা বোর্ড প্রতিবছর ৫ শতাংশ হারে পানি ও স্যুয়ারেজ ব্যবস্থাপনা দাম বাড়াতে পারে।পানির উৎপাদন ব্যয়ের সঙ্গে বিক্রয়মূল্যের সামজঞ্জস্য রাখতে এবং বর্তমান মূল্যস্ফীতি সমন্বয় করতে দাম বাড়ানো হচ্ছে।সবকিছু বিচার-বিবেচনা করে ও আইন মেনেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।বর্তমানে প্রতি ১ হাজার লিটার পানি উৎপাদন অন্তত ১৭ টাকা খরচ হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: ২৪ মার্চ স্বাধীনতা পুরস্কার ২০২১ দেয়া হচ্ছে না
সূত্র: গণমাধ্যম।