ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ০২ ডিসেম্বর ২০২৪, ১৭ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




দুর্গাপুরে নদীতে বালু শ্রমিকের মৃত্যু

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৭:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১ ৭০৩ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

যিদনী আকন্দ নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্র‌কোনার দুর্গাপুর উপ‌জেলায় মো‌মেশ্বরী নদী‌তে ডুব দি‌লে এক বালু শ্রমিক নি‌খোঁ‌জ হওয়ার খবর পাওয়া গে‌ছে।

বিজ্ঞাপন

নি‌খোঁজ শ্র‌মিক হা‌কিম (২২) উপ‌জেলার চ‌ন্ডিগড় ইউ‌নিয়‌নের ধান‌শিরা গ্রা‌মের মৃত জালাল উ‌দ্দি‌নের ছে‌লে এবং তিন বছর বয়‌সি এক ছে‌লে সন্তানের জনক তি‌নি। বুধবার সকাল ৭টার দি‌কে ওই নদী‌র তিন নম্বর বালু মহালে ড্রেজার দি‌য়ে বালু উ‌ত্তোলনের কা‌জে ডুব দি‌লে তি‌নি নি‌খোঁজ জন।

স্থা‌নীয় সূ‌ত্রে জানা যায়, বালু তোলার সময় ড্রেজারের পাইপ কিছুক্ষণ পর পর নদীর তল‌দে‌শে জায়গা পরিবর্তন করতে হয়। এই কাজের জন্য সকাল ৭টার দিকে হা‌কিম পানি‌তে ডুব দি‌য়ে‌ছিল। প‌রে পা‌নির নিচ থে‌কে ফিরে আস‌তে দে‌রি দে‌খে সাথে থাকা অন্য শ্রমিকেরা তা‌কে উদ্ধা‌রে চেষ্টা চালায়। লাগাতার চেষ্টার পরও (সকাল ১২টা পর্যন্ত) নি‌খোঁজ বালু শ্রমি‌কের সন্ধান পাওয়া যায়‌নি। খবর পে‌য়ে ফায়ার সার্ভি‌সের এক‌টি দল ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে‌ছে। তারা স্থানীয়‌দের সা‌থে নি‌খোঁজ‌কে উদ্ধারে তৎপরতা চা‌লি‌য়ে।

প্রায় সাত ঘণ্টা পর,ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: মোহনগঞ্জে জমি বিরোধের জেরে হামলা-ভাঙ্গচুর, নারীসহ আহত ৫




ফেসবুকে আমরা




x

দুর্গাপুরে নদীতে বালু শ্রমিকের মৃত্যু

প্রকাশিত : ০৭:২৪:২৯ অপরাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১
বিজ্ঞাপন
print news

যিদনী আকন্দ নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ নেত্র‌কোনার দুর্গাপুর উপ‌জেলায় মো‌মেশ্বরী নদী‌তে ডুব দি‌লে এক বালু শ্রমিক নি‌খোঁ‌জ হওয়ার খবর পাওয়া গে‌ছে।

বিজ্ঞাপন

নি‌খোঁজ শ্র‌মিক হা‌কিম (২২) উপ‌জেলার চ‌ন্ডিগড় ইউ‌নিয়‌নের ধান‌শিরা গ্রা‌মের মৃত জালাল উ‌দ্দি‌নের ছে‌লে এবং তিন বছর বয়‌সি এক ছে‌লে সন্তানের জনক তি‌নি। বুধবার সকাল ৭টার দি‌কে ওই নদী‌র তিন নম্বর বালু মহালে ড্রেজার দি‌য়ে বালু উ‌ত্তোলনের কা‌জে ডুব দি‌লে তি‌নি নি‌খোঁজ জন।

স্থা‌নীয় সূ‌ত্রে জানা যায়, বালু তোলার সময় ড্রেজারের পাইপ কিছুক্ষণ পর পর নদীর তল‌দে‌শে জায়গা পরিবর্তন করতে হয়। এই কাজের জন্য সকাল ৭টার দিকে হা‌কিম পানি‌তে ডুব দি‌য়ে‌ছিল। প‌রে পা‌নির নিচ থে‌কে ফিরে আস‌তে দে‌রি দে‌খে সাথে থাকা অন্য শ্রমিকেরা তা‌কে উদ্ধা‌রে চেষ্টা চালায়। লাগাতার চেষ্টার পরও (সকাল ১২টা পর্যন্ত) নি‌খোঁজ বালু শ্রমি‌কের সন্ধান পাওয়া যায়‌নি। খবর পে‌য়ে ফায়ার সার্ভি‌সের এক‌টি দল ঘটনাস্থ‌লে পৌঁ‌ছে‌ছে। তারা স্থানীয়‌দের সা‌থে নি‌খোঁজ‌কে উদ্ধারে তৎপরতা চা‌লি‌য়ে।

প্রায় সাত ঘণ্টা পর,ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করে।
আরও পড়ুন: মোহনগঞ্জে জমি বিরোধের জেরে হামলা-ভাঙ্গচুর, নারীসহ আহত ৫