সংবাদ শিরোনাম :
দেশের তিন জেলায় ৮ ও ৯ জানুয়ারি বিদ্যুৎ থাকবে না
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৬:১৭:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ জানুয়ারী ২০২১ ১১২৮ বার পঠিত
দেশের তিন জেলায় ৮ ও ৯ জানুয়ারি বিদ্যুৎ থাকবে না
আগামী শুক্র ও শনি(৮ ও ৯ জানুয়ারি) বাংলাদেশের ৩টি জেলা গোপালগঞ্জ, খুলনা ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় বিদ্যুৎ থাকবে না।
ফরিদপুরের নির্বাহী প্রকৌশলী হেলালউদ্দিন(বিদ্যুৎ বিভাগ) স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উক্ত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার ও শনিবার(৮ জানুয়ারি) সকাল ৭টা থেকে দুপুর ১২টা এবং শনিবার(৯ জানুয়ারি) সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গোপালগঞ্জ জেলা, খুলনা জেলার তেরখাদা এবং বাগেরহাট জেলার মোল্লাহাট উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
আরও বলা হয়েছে, গোপালগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ১৩২ কেভি মেইন বাসের কন্ডাকটর পরিবর্তন, পাওয়ার স্টেশন স্থানান্তর এবং নতুন নির্মিত বাসে সংযোগ প্রদানসহ অন্যান্য কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
সূত্র: গণমাধ্যম।