দেশের ৬টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা
- প্রকাশিত : ০৮:৪৫:২৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২০ ৮২৭ বার পঠিত
দেশের ৬টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা
বাংলাদেশের ৬টি বিভাগে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।বিভাগগুলি হলো-ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট বিভাগের দু-এক জাগায় হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি হতে পারে।এছাড়া দেশের অন্য জায়গায় আবহাওয়া প্রধানক শুষ্ক থাকতে পারে।
২১ নভেম্বর (শনিবার) সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর এ তথ্য দিয়েছেন।এদিকে আজ সকাল থেকে মেঘে ঢেকে আছে ঢাকার আকাশ।
আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।যার কারণে উক্ত বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।এছাড়া উত্তর-পশ্চিম ও উত্তরদিক থেকে ঘন্টায় ৫ থেকে ১০ কিমি: বেগে বাতাস প্রবাহিত হতে পারে।দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
সূত্র: গণমাধ্যম।