সংবাদ শিরোনাম :
দেশে আরও ৭দিন বাড়ল লকডাউন
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০২:৪৬:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১ ৬৭০ বার পঠিত
দেশে আরও ৭দিন বাড়ল লকডাউন
বাংলাদেশে চলমান লকডাউনের সময়সীমা আরও ৭দিন বাড়ানো সিদ্ধান্ত নিয়েছে সরকার। ১৯ এপ্রিল(সোমবার) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে রোববার রাতে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটির ৩১তম সভায় বিধিনিষেধ বাড়ানোর প্রস্তাব গৃহীত হয়। ধীরে ধীরে এ বিধিনিষেধ শেষ করার পূর্ব পরিকল্পনা তৈরির রাখারও পরামর্শ দিয়েছে ওই কমিটি।
বাংলাদেশ মহামারি করোনার দ ২য় ঢেউয়ে সংক্রমণ ভয়াবহ আকার ধারণ করায় প্রথম দফায় গত ৫ এপ্রিল থেকে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ শুরু হয়, যে বিধিনিষেধের ধারাবাহিকতা চলে ১৩ এপ্রিল পর্যন্ত।
এরপর দ্বিতীয় ধাপে ১৪ এপ্রিল সকাল ৬টা থেকে সারাদেশে সর্বাত্মক লকডাউন শুরু হয়। এটি শেষ হবে ২১ এপ্রিল মধ্যরাতে।
আরও পড়ুন: ৩০ এপ্রিলের পরিবর্তে ২৮ মে ডেন্টাল ভর্তি পরীক্ষা
সূত্র: গণমাধ্যম।