দেশে করোনার নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে
![](https://kalerdhara24.com/wp-content/uploads/2022/12/icon.png)
- প্রকাশিত : ০২:০১:৫১ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১ ৭৩৯ বার পঠিত
![দেশে করোনার নাইজেরিয়ার ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে print news](https://kalerdhara24.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
বাংলাদেশে এবার করোনাভাইরাসের রাইজেরিয়ার ভ্যারিয়েন্টের(বি.১.৫২৫)অস্তিত্ব পাওয়া গেছে।মার্চ ও এপ্রিল মাসের সংগ্রহ করা নমুনার সিকোয়েন্সিং করে এই ভ্যারিয়েন্টের উপস্থিতি পেয়েছেন দেশের গবেষকরা।
প্রাণঘাতি করোনা ভাইরাসের জিনোমের উন্মুক্ত তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটার (জিসএআইডি) ওয়েবসাইটে বাংলাদেশে করোনার এ ধরন শনাক্তের খবর প্রকাশিত হয়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের নতুন এ ধরন পাওয়ার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) জিনোমিক রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা।
নতুন এই ধরন নিয়ে জিসএআইডির ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশে অন্তত আটজনের নমুনায় নাইজেরিয়ার ধরনটি পাওয়া গেছে। ঢাকার সাতজন এবং সুনামগঞ্জের একজনের দেহে এ ধরন পাওয়া গেছে। গত মার্চ ও এপ্রিলে তাদের নমুনা সংগ্রহ করা হয়। এ আট নমুনার মধ্যে ছয়টি বিসিএসআইআরের, একটি ইনস্টিটিউট অব ডেভেলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনডাস্ট্রিয়াল রিসার্চ এবং আরেকটি চাইল্ড হেলথ রিসার্চ ফাউন্ডেশনের পরীক্ষাগারে শনাক্ত হয়েছে।
আরও পড়ুন: ২৭ এপ্রিল ঢাকা আসছেন চীনের প্রতিরক্ষামন্ত্রী
সূত্র: গণমাধ্যম।