দেশে করোনায় নতুন আক্রান্ত ৩,৪৭৩ ও মৃত্যু ১০১ জনের
- প্রকাশিত : ০৪:৫৭:০৩ অপরাহ্ন, শনিবার, ১৭ এপ্রিল ২০২১ ৬৩৯ বার পঠিত
বাংলাদেশে করোনাভাইরাসে গত ২৪ ঘন্টায় আরও ১০১ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শানাক্ত হয়েছে ৩ হাজার ৪৭৩ জন।
১৭ এপ্রিল(শনিবার) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তির তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪১৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ১৬ হাজার ১৮৫টি। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৫১ লাখ ৫০ হাজার ৬৬৩টি। পরীক্ষা অনুযায়ী মোট রোগী শনাক্ত হয়েছে ৭ লাখ ১৫ হাজার ২৫২ জন। এদের মধ্যে ১০ হাজার ২৮৩ জনের মৃত্যু হয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫ হাজার ৯০৭ জন। এ পর্যন্ত মোট ৬ লাখ ৮ হাজার ৮১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
উল্লেখ্য,২০২০ সালের ৮ মার্চ দেশে করোনা ভাইরাসের প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
আরও পড়ুন: ডাকসুর সাবেক ভিপি আমান উল্লাহ আমান করোনায় আক্রান্ত
সূত্র: গণমাধ্যম।