দেশে গত ২৪ ঘন্টায় করোনায় নতুন শনাক্ত ১১ হাজার ৬৫১ জন

- প্রকাশিত : ০৭:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১ ৪৮৭ বার পঠিত

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় নতুন আক্রান্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জন।একই দিনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে আরও ১৯৯ জন।এ নিয়ে করোনায় দেশে মৃত্যুর সংখ্যা ১৫ হাজার ৭৯২ জন এবং শনাক্ত ৯ লাখ ৮৯ হাজার ২১৯ জন।
৮ জুলই(বৃহষ্পতিবার) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বুলেটিনে এ তথ্য জানানো হয়।
দেশের স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বুলেটিনে জানানো হয়েছে, ২৪ ঘণ্টায় ৩৬ হাজার ৮৫০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১১ হাজার ৬৫১ জনের। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ৩১ দশমিক ৬২ শতাংশ। আর দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৮ লাখ ৬৬ হাজার ৬৮২টি। শনাক্তের হার ১৪ দশমিক ৪১ শতাংশ।
করোনা বুলেটিনে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে সবচেয়ে বেশি ৬৫ জন ঢাকার। এছাড়া খুলনায় ৫৫ জন, চট্টগ্রামে ৩৭ জন, রাজশাহীতে ১৫ জন, বরিশালে ৩ জন, সিলেটে ৫ জন, রংপুরে ৯ জন এবং ময়মনসিংহে ১০ জন মারা গেছেন।
মারা যাওয়াদের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৬৬ জন নারী। এদের মধ্যে ১২ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।
বয়সভিত্তিক বিশ্লেষণে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১০৭ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৪৭, ৪১ থেকে ৫০ বছরের ২৮, ৩১ থেকে ৪০ বছরের ৬, ২১ থেকে ৩০ বছরের ৯ এবং ১১ থেকে ২০ বছরের ২ জন রয়েছেন।
গত ২৪ ঘন্টায় ৫ হাজার ৮৪৪ জনসহ এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৫৬ হাজার ৩৪৬ জন।
আরও পড়ুন: ৫৫ বছর পর স্বপ্নের ফাইনালে ইংল্যান্ড