দেশে ফের টিকা নিবন্ধন শুরু
- প্রকাশিত : ০৭:১৮:৪২ অপরাহ্ন, বুধবার, ৭ জুলাই ২০২১ ৫৩৫ বার পঠিত
দেশে মহামারি করোনাভাইরাসের টিকা নিতে আগ্রহীদের জন্য ফের শুরু হয়েছে নিবন্ধন কাযক্রম।প্রায় ২ মাস বন্ধ থাকার পর বয়সসীমা ৪০ বছর ও ৩৫ বছরে নামিয়ে এনে সারাদেশে করোনার টিকার জন্য নিবন্ধন পুনরায় শুরু করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
আজ ৭ জুলাই(বুধবার) বেলা ১০টা থেকে সুরক্ষা ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে নিবন্ধন চালু হয়েছে বলে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম।
নাজমুল ইসলাম বলেন, টিকার মজুত প্রায় শেষ হয়ে যাওয়ায় নিবন্ধনের সুযোগ দুইমাস বন্ধ ছিল। বর্তমানে টিকার মজুদ পর্যাপ্ত হওয়ায় বুধবার থেকে আবার সুরক্ষা প্ল্যাটফর্মে নিবন্ধন নেওয়া শুরু হয়েছে।
মহামারি করোনার টিকা নিবন্ধনের জন্য বয়সসীমা ৩৫ বছরে নামিয়ে আনার পাশাপাশি অগ্রাধিকারের তালিকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও প্রবাসীদের যুক্ত করা হয়েছে বলে জানান তিনি।
দেশে এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকোর টিকার আসার পর গত ২৬ জানুয়ারি সারাদেশে করোনাভাইরাসের টিকার জন্য নিবন্ধন শুরু হয়। টিকার সঙ্কটে গত ২৫ এপ্রিল টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ করে দেওয়া হয়। মে মাসের প্রথম সপ্তাহে বন্ধ হয়ে যায় টিকার নিবন্ধনও। ফাইজার-বায়োএনটেক, সিনোফার্ম এবং মডার্নার টিকা আসার পর ফের গণটিকাদান শুরু হয়েছে।
দেশের স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের ১২টি সিটি করপোরেশন এলাকায় মডার্নার এবং সারাদেশের জেলা ও উপজেলায় সিনোফার্মের টিকা দেওয়া হবে।