দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার
- প্রকাশিত : ০৮:৩০:৫৭ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০ ৭৫১ বার পঠিত
দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার
বিশ্বজুড়ে মহামারী করোনা দাপিয়ে বেড়াচ্ছে।যদিও স্বাস্থ্যবিধি মেনে স্বাভাবিক জীবন-যাপনে ফিরছে মানুষ।তবে বিশ্বের অধিকাংশ দেশে এখনো ভ্যাকসিন প্রয়োগ শুরু না হওয়ায় সংক্রমণ ও মৃত্যু প্রতিদিন বেড়েই চলছে।
বাংলাদেশে গত ২৪ ঘন্টায় ১ হাজার ২৬৭ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।গত ২৪ ঘন্টায় দেশে মোট ১২ হাজার ৩০০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।আর পরীক্ষাকৃত এসব নমুনার ১০.৩০ শতাংশের মধ্যে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে।
সর্বশেষ ১৯ ডিসেম্বর (শনিবার) তথ্য অনুসারে দেশে করোনা ভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৯৯ হাজার ৫৬০ জন।
এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা ৭ হাজার ২৪২ জন।মোট শনাক্তকৃত রোগীর বিপরীতে মৃত্যুর হার ১.৪৫ শতাংশ।
দেশে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮৭ জন।এখন পর্যন্ত দেশে করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৩৫ হাজার ৬০১ জন।মোট শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৭.২০ শতাংশ।