দেশে ৫৪ লাখ টিকা আসবে ১৫ আগস্টের মধ্যে

- প্রকাশিত : ০১:৪৯:৩২ অপরাহ্ন, সোমবার, ৯ অগাস্ট ২০২১ ৪৩৪ বার পঠিত

চলতি মাসের ১৫ তারিখের মধ্যে দেশে আরও ৫৪ লাখ টিকা আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মন্ত্রী আরও বলেন, “এই ৫৪ লাখ টিকা চীন ও কোভ্যাক্স থেকে পাওয়া যাবে।”
এরমধ্যে কোভ্যাক্স থেকে ৩০ লাখ এবং চীন থেকে কেনা ১০ লাখ টিকা আসবে।এছাড়া আরও ১০ লাখ টিকা চীন উপহার হিসেবে দেবে।
আরও পড়ুন: করোনার পূর্ণ ডোজ টিকা নিলে ওমরাহ করা যাবে
৯ আগস্ট (সোমবার) বেলা ১২টার পর সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য দেন জাহিদ মালেক।
জাহিদ মালেক আরও বলেন, টিকা দিলেই সংক্রমণ ছড়াবে না এমন না।তাই মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, দেশে টিকাদানের কার্যক্রম চলমান থাকবে।এর মধ্যে টিকার সংকট হবে না।গ্রামাঞ্চলের বয়স্ক ব্যক্তিরা টিকা কার্যক্রমে অগ্রাধিকার পাবেন।দেশে বয়স্কদের মৃত্যুর হার ৯০ শতাংশ।তাই তাদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: ডেন্টাল ভর্তি পরীক্ষা ১০ সেপ্টেম্বর