নলছিটি মগর ও মোল্লার হাট ইউনিয়নের যুবলীগের সিভি সংগ্রহ
- প্রকাশিত : ০৯:২৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ১ অগাস্ট ২০২২ ২২৫ বার পঠিত
নলছিটি মগর ও মোল্লার হাট ইউনিয়নের যুবলীগের সিভি সংগ্রহ
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার মগর ইউনিয়ন ও মোল্লার হাট ইউনিয়নের যুবলীগের সিভি সংগ্রহ করেছেন জেলা যুবলীগের সদস্য সরোয়ার হোসেন স্বপন ও সাবেক নলসিটি উপজেলা ছাত্রলীগের সভাপতি যুবলীগ নেতা মোঃ মামুন তালুকদার । রবিবার দুপুর ১২টায় ঝালকাঠি মিডিয়া ফোরাম অক্সিজেন জোন অফিসে সিভি সংগ্রহ করা হয় ।
মগর ইউনিয়নের যুবলীগের সিভি জমা দেন ৩নং ওয়াড মেম্ববার যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল রহিম ও সাবেক সেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোঃ ফোরকান হাওলাদার মানিক।
মোল্লার হাট ইউনিয়নের যুবলীগের সিভি জমা দেন
মোল্লার হাট যুবলীগের ইউনিয়নের সভাপতি মাসুম কামাল । মোল্লার হাট ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদ মোল্লা ও মোল্লার হাট ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক ৪নং ওয়াড মেম্বার মো স্বপন খান।
জেলা যুবলীগ নেতা সরোয়ার হোসেন স্বপন বলেন
আমাদের নেতা আলহাজ্ব আমির হোসেন আমু (এমপি)
মহোদয় যোগ্যতা অনুযায়ী ত্যাগী নেতাদের মূল্যায়ন করবেন।