২১ জুন নারায়নগঞ্জের যেসব এলাকায় গ্যাস থাকবে না
- প্রকাশিত : ০৮:৫৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২০ জুন ২০২১ ৫৩৩ বার পঠিত
২১ জনু(সোমবার) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিভিন্ন এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।
আজ(রবিবার) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস।
এতে জানানো হয়, মোডিফিকেশনকৃত সোনারগাঁও টিবিএস কমিশনিং কাজের জন্য নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় সোমবার (২১ জুন) সকাল থেকে মঙ্গলবার (২২ জুন) সকাল ৮টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস থাকবে না এলাকাগুলো হল- নগরীর মেঘনাঘাট, মোগড়াপাড়া, সোনারগাঁও, পিরোজপুর, আষাড়িয়াচর, ঝাউচর, কেওডালা, লাঙ্গলবাদসহ সোনারগাঁও পিজিএস লাইনের সঙ্গে সংযুক্ত সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এছাড়া আশপাশের এলাকায়ও গ্যাসের চাপ কম পাওয়া যাবে বলে জানিয়েছে তিতাস।
সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কম্পানি লিমিটেড পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে।
আরও পড়ুন: বিচারপতি ইব্রাহিম রাইসি ইরানের নতুন প্রেসিডেন্ট