মৃত্যুর কাছে হেরে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
- প্রকাশিত : ০২:৩৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২০ ১০৩৪ বার পঠিত
মৃত্যুর কাছে হেরে গেলেন সৌমিত্র চট্টোপাধ্যায়
বেশ কিছুদিন যাবৎ হাসাপাতালে চিকিৎসাধীন ছিলেন।দীর্ঘ লড়াইয়ের পরে অবশেষে হার মানলেন সৌমিত্র চট্টোপাধ্যায়।করোনায় আক্রান্তের সাথে আরও অনেকরকম জটিলতাই দেখা গিয়েছিল তার শরীরে।তার মত্যুতে যেন বাংলা চলচ্চিত্রের একটা যুগ শেষ হয়ে গেল।
১৫ নভেম্বর সকালে হাসপাতাল থেকে জানানো হয়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মৃত্যু হয়েছে।৪০ দিন বেলভিউতে ভর্তি ছিলেন তিনি।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
ডাক্তারদের সূত্রে জানা যায়, মাল্টিঅর্গান ফেলিওর, ব্রেনডেথ হয়ে মৃত্যু হয়েছে সৌমিত্রের।গত বুধবার বিকেল থেকেই চিকিৎসকদের নিয়ন্ত্রণের বাইরে চলে যান এই অভিনেতা।
শত চেষ্টা করেও শেষ রক্ষা হলো না এই অভিনেতার। কো-মার্বিডিটি ফ্যাক্টর বাধ সাধল তার জীবনে।যার কারণে একের পর এক অঙ্গ নিষ্ক্রিয় হতে থাকল।কোভিড-এনসেফ্যালোপ্যাথিই এর কারণ বলে জানান চিকিৎসকেরা।এভাবেই আস্তে আস্তে অবনতি হতে থাকলো।অবশেষে পারি জমালেন না ফেরার দেশে।
সূত্র: গণমাধ্যম।