সংবাদ শিরোনাম :
না ফেরার দেশে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০২:১১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুন ২০২১ ৫৯২ বার পঠিত
না ফেরার দেশে ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো।২৪ জুন(বৃহষ্পতিবার)সকালে তার মৃত্যু হয়।বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।
এই সাবেক প্রেসিডেন্টের মৃত্যুকালে বয়স হয়েছিল ৬১ বছর।২০১০ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
ফিলিপাইনের ১৫তম প্রেসিডেন্ট হিসেবে ২০১০ থেকে ২০১৬ পর্যন্ত বেনিগনো অ্যাকুইনো দায়িত্ব পালন করেন।
সাবেক এই প্রেসিডেন্ট অসুস্থ অবস্থায় ২৪ জুন(বৃহষ্পতিবার) হাসপাতালে ভর্তি করা হয়।তিনি কমপক্ষে ৫ মাস ধরে কিডনির ডায়ালাইসিস করছিলেন এবং সম্প্রতি হার্টের অপারেশন করেছেন।