সংবাদ শিরোনাম :
নিউজিল্যান্ডের বিপক্ষে ২য় টি-২০ খেলতে মাঠে নামছে বাংলাদেশ
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১১:৪৭:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ৭৩৬ বার পঠিত
বাংলাদেশ ক্রিকেট দল কিউইদের বিপক্ষে ২য় টি-২০ খেলতে আজ দুপুর ১২টায় মাঠে নামছে।টি-২০ সিরিজের ১ম টি-২০তে হেরেছে টাইগাররা।এই ম্যাচ জিতে সিরিজে ফিরতে চান বাংলাদেশ টি-২০ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।
অধিনায়ক গণমাধ্যমকে বলেন, ‘নিউজিল্যান্ডের কন্ডিশন আমাদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং।আমরা যদি ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারি, তবে ম্যাচের ফল আমাদের পক্ষে আসবে।আমি বিশ্বাস করি, আমাদের এখানে জয়ের ক্ষুধা রয়েছে।আমরা জয়ের জন্য মুখিয়ে আছি।আশা করি, আমরা সেরা ক্রিকেট খেলতে পারব।’
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে টি-২০তে ৮ ম্যাচ খেলে এখনো জয় পায়নি বাংলাদেশ।শুধু তাই নয়, নিউজিল্যান্ডের মাটিতে কোনো ফরম্যাটেই জয় পায়নি বাংলাদেশ।
আরও পড়ুন: করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে দেশের ২৯টি জেলা
সূত্র: গণমাধ্যম।