পবিত্র আশুরা উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকবে মঙ্গলবার
- প্রকাশিত : ১২:৫২:১৪ অপরাহ্ন, সোমবার, ৮ অগাস্ট ২০২২ ৩১৯ বার পঠিত
পবিত্র আশুরা উপলক্ষে পুঁজিবাজার বন্ধ থাকবে মঙ্গলবার
আগামীকাল মঙ্গলবার (৯ আগস্ট) পবিত্র আশুরা উপলক্ষে দেশের পুঁজিবাজারের লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার (১০ আগস্ট) যথারীতি লেনদেন শুরু হবে।
আজ সোমবার (৮ আগস্ট)ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এ বিষয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান পরিচালন কর্মকর্তা ও মুখপাত্র সাইফুর রহমান মজুমদার গণমাধ্যমকে জানান, পবিত্র আশুরা উপলক্ষে মঙ্গলবার (৯ আগস্ট) পুঁজিবাজার বন্ধ থাকবে। এরপরের দিন লেনদেন পুনরায় শুরু হবে।
মঙ্গলবার পুঁজিবাজারের পাশাপাশি ব্যাংক-বিমাসহ সরকারি-বেসরকারি সব অফিস-আদালতও বন্ধ থাকবে।
আরও পড়ুন : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে প্রাথমিকে ১৩ কোটি টাকা বরাদ্দ
এ বিষয়ে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নির্বাহী পরিচালক ও মুখপাত্র এসএম শাকিল আখতার বলেন, সরকারি ছুটি অনুসারে মঙ্গলবার আইডিআরএ ও বিমা কোম্পানির অফিসের কার্যক্রম বন্ধ থাকবে।