পবিত্র ঈদুল ফিতরের জামাত মসজিদে-ধর্ম মন্ত্রণালয়
- প্রকাশিত : ০৮:২৬:০৮ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১ ৭৪১ বার পঠিত
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের নামাজ ঈদগাহ বা খোলা জায়গার পরিবর্তে স্বাস্থ্যবিধি মেনে মসজিদে আদায়ের অনুরোধ করেছে ধর্ম মন্ত্রণালয়।
২৬ এপ্রিল(সোমবার)ধর্ম মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে মুসল্লিদের জীবনের ঝুঁকি বিবেচনায় চলতি বছর ঈদের নামাজের জামাত নিকটস্থ মসজিদে আদায় করার অনুরোধ করা হলো।প্রয়োজনে একই মসজিদে একাধিক জামাতের আয়োজন করা যাবে।
আরও জানানো হয়, ঈদের নামাজের জামাতের সময় মসজিদে কার্পেট বিছানো যাবে না।নামাজের আগেই সম্পূর্ণ মসজিদ জীবাণুনাশক দিয়ে পরিস্কার করতে হবে।মুসল্লিদের নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসতে পারবে।
মসজিদে অজুর স্থানে সাবান বা হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।মসজিদের প্রবেশ দ্বারে হ্যান্ড স্যানিটাইজার ও হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে।
ঈদের নামাজের জামাতে আসা মুসল্লিকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি অনুসরণ করতে হবে।
আরও পড়ুন: প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৪৪ টাকা করার প্রস্তাব