সংবাদ শিরোনাম :
পবিত্র শবে বরাত আজ
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ১০:৩৩:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ মার্চ ২০২১ ৭৪০ বার পঠিত
২৯ মার্চ(সোমবার)পবিত্র শবে বরাত।ধর্মপ্রাণ মুসলমানরা যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় দিবাগত রাতে মহান আল্লাহর রহমত কামনায়’নফল ইবাদত-বন্দেগীর’ মাধ্যমে পবিত্র শবে বরাত উদযাপন করবেন।
পবিত্র শবে বরাতের এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা পরম করুণাময়ের অনুগ্রহ লাভের আশায় বেশি বেশি নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরে মগ্ন থাকবেন।অনেকে রোজা রাখেন, দান খয়রাত করেন।অতীতের গুনাহের জন্য ক্ষমাপ্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন।চিরনিদ্রায় শায়িত আপনজনদের আত্মার মাগফিরাত কামনা করবেন।
পবিত্র শবে বরাত উপলক্ষে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলাদা বাণী দিয়েছেন।
২৯ মার্চ(সোমবার)সন্ধ্যা সাড়ে ৬টায় (বাদ মাগরিব) ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় ‘শবে বরাতের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে।