প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক কাজী হায়াৎ আইসিইউতে
- প্রকাশিত : ১২:১৫:৪৮ পূর্বাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ৭৬৬ বার পঠিত
বাংলাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও অভিনেতা কাজী হায়াৎ-এর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় আইসিইউতে নেয়া হয়েছে।
২১ মার্চ(রবিবার) রাত ৯টার দিকে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন কাজী হায়াতের ছেলে চিত্রনায়ক কাজী মারুফ।
এর আগে গত ২ মার্চ করোনা প্রতিরোধের টিকা নিয়েছিলেন কাজী হায়াৎ।তারপর জ্বরে আক্রান্ত হয়েছিলেন কাজী হায়াৎ।কমে যাচ্ছিল তার ঘ্রাণশক্তি।৮ মার্চ পরীক্ষা করে করোনা পজিটিভ জানতে পারেন তিনি।তারপর হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল তাকে।কিন্তু শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়া ভর্তি করা হয়েছে হাসপাতালে।
ঢাকাই সিনেমার খ্যাতিমান পরিচালক কাজী হায়াৎ।পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৭৯ সালে ‘দ্য ফায়ার’ সিনেমার মাধ্যমে।কাজী হায়াতের ৫০তম সিনেমা ‘বীর’।এটি মুক্তি পেয়েছিল ২০২০ সালে।
আরও পড়ুন: বাংলাদেশে করোনা টিকার পরবর্তী চালান ২৬ মার্চের পর
সূত্র: গণমাধ্যম।