প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শহীদ মিনার পরিস্কার পরিছন্নতা

- প্রকাশিত : ১০:০৪:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী ২০২২ ৩১৮ বার পঠিত

প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে শহীদ মিনার পরিস্কার পরিছন্নতা
ঝালকাঠি প্রতিনিধিঃ ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে ভাষার মাসকে সামনে রেখে জেলা কেন্দ্রীয় শহীদ মিনার পরিষ্কার পরিচ্ছন্নতা করা হয়েছে। আজ শুক্রবার সকালে শহরের সিটি পার্ক সংলগ্ন শহীদ মিনারে ধোয়া মোছার কাজ করে বন্ধুসভার বন্ধুরা। এ সময় বন্ধুসভার উপদেষ্টারাও পরিচ্ছন্নতায় কাজে সহাযতা করেন।
বন্ধুসভার সদস্যরা জানায়, ঝালকাঠি কেন্দ্রীয় শহীদ মিনারটি অরক্ষিত থাকায় সর্বত্র ময়লা আবর্জনা পড়ে থাকে। তাই ঝালকাঠি প্রথম আলো বন্ধুসভার নিজস্ব উদ্যোগে পরিচ্ছন্নতা করার উদ্যোগ নেয়া হয়। বন্ধুরা সাবান পানি ব্যবহার করে শহীদ মিনারের শেওলা পরিস্কার করে। আগামী ২১ ফেব্রুয়ারি শহীদ মিনারে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবদেন করবেন। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানে সংগঠনের উপদেষ্টা সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান, পৌরসভার কাউন্সিলর হুমায়ুন কবির, সরকারি হরচন্দ্র বালিকা বিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক আফজাল হোসেন, উপদেষ্টা প্রথম আলো জেলা প্রতিনিধি মাহমুদুর রহমান পারভেজ ,ব্যবসায়ী ছবির হোসেন, প্রথম আলো বন্ধুসভার জেলা সভাপতি আবির হোসেন, সধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক তানভীর ফয়সাল, অর্থ সম্পাদক সুমাইয়া সেতুসহ বন্ধুসভার বন্ধুরা অংশ গ্রহণ করেন।