প্রধানমন্ত্রীর জন্মদিনে দেয়া হচ্ছে ৮০লাখ গণটিকা
- প্রকাশিত : ০১:৩৫:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১ ৫৮৫ বার পঠিত
প্রধানমন্ত্রীর জন্মদিনে দেয়া হচ্ছে ৮০লাখ গণটিকা
মামুনুর রশিদ, লালমনিরহাট প্রতিনিধি: আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন আজকের এই বিষেষ দিন থেকে আবার শুরু হলো গণটিকা।
ক্যাম্পেইনের মাধ্যমে সারাদেশের সব ইউনিয়ন, সিটি করপোরেশন, ও পৌরসভা এলাকায় গণটিকা দেয়া হচ্ছে।যাহারা ইতিমধ্যে টিকার জন্য নিবন্ধন করেছেন তাদেরকে এ কার্যক্রমে প্রাধান্য দেয়া হচ্ছে,গত রবিবার মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ নির্দেশ দেন।আজকে প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই বিশেষ টিকা কার্যক্রম নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।
আজকে সকাল ৯টা থেকে লালমনিরহাট জেলার প্রত্যেকটা ইউনিয়ন, সিটি করপোরেশন ও পৈরসভা এলাকায় এ কার্যক্রম দেখা যায়।সেখানে সাধারণ মানুষের উপচে পরা ভীড় দেখা যায়।সেখানে আমাদের লালমনিরহাট জেলার প্রতিনিধি দেখতে পারেন যে,প্রত্যেকটা ইউনিয়নে ৩টি বুথ, পৌরসভায়১টি করে সিটি করপোরেশন এ ৩ টি করে বুথ করানো হয়েছে।২৫বছরের উর্দ্ধ বয়সীদের এ গনটিকা দেয়া হচ্ছে।সেখানে প্রথম ২ঘন্টা ৫০বছরের বেশি বয়সী নারী ও প্রতিবন্ধী ব্যাক্তিরা অগ্রাধিকার পাচ্ছেন। তবে আজকে শুধু প্রথম ডোজের টিকা দেয়া হচ্ছে।এই কার্যক্রমের অধিকাংশ টিকা দেয়া হচ্ছে সিনোফার্মের।