রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল নিয়ে
ফরিদপুরে মোটরসাইকেল নিয়ে জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি জারি
- প্রকাশিত : ১০:১৫:০৮ পূর্বাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩ ৩২৩ বার পঠিত
ফরিদপুরে মোটরসাইকেল নিয়ে জেলা প্রশাসকের গণবিজ্ঞপ্তি জারি
ফরিদপুর জেলা প্রতিনিধি : রেজিষ্ট্রেশন বিহীন মোটর সাইকেল নিয়ে কঠোর অবস্থান নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ। এ নিয়ে একটি গন বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। ২ আগষ্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ গন বিজ্ঞপ্তিটি জারী করা হয়। গন বিজ্ঞপ্তিতে বলা হয়, সড়ক ও মহাসড়কে রেজিষ্টেশন বিহিন মোটর সাইকেল চালানো যাবে না।
ড্রাইভিং লাইসেন্স, রেজিষ্টেশন এবং হেলমেট ব্যতিত মোটর সাইকেল চালালে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক মোঃ কামরুল আহসান তালুকদার পিএএ জানান, সাম্প্রতিক সময়ে বেশ কিছু সড়ক দূর্ঘটনা ঘটেছে। যার প্রধানতম কারন হচ্ছে মোটর সাইকেল। রেজিষ্ট্রেশন বিহিন মোটর সাইকেল ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় মোটর সাইকেল দূর্ঘটনা ঘটছে। এরই প্রেক্ষিতে সর্ব সাধারনের অবগতির জন্য এ গন বিজ্ঞপ্তি জারী করা হয়েছে। হেলমেট ব্যবহার করলে এবং ড্রাইভিং লাইসেন্স থাকলে দূর্ঘটনা অনেকাংশে কমে আসবে। জেলা প্রশাসক কতৃক এ গন বিজ্ঞপ্তি জারীর বিষয়টি ফরিদপুরবাসী সাধুবাদ জানিয়েছে।