ফের অক্সফোর্ডের টিকা প্রয়োগ শুরু ইউরোপে
- প্রকাশিত : ১১:৪২:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মার্চ ২০২১ ৭৪৫ বার পঠিত
দেশটির ওষুধ নিয়ন্ত্রক সংস্থা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাকে নিরাপদ ও কার্যকর বলে সিদ্ধান্ত দেওয়ার পর ইউনিয়নের(ইইউ) শীর্ষ দেশগুলো আবারও এই টিকা প্রয়োগ শুরু করেছে।সূত্র: বিবিসি
রক্ত জমাট বাধার শঙ্কায় ইইউ-এর ১৩টি দেশ এই টিকা প্রয়োগ বাতিল করে।পরে ইউরোপীয়ান মেডিসিন এজেন্সি(ইএমএ) টিকাটি পরীক্ষা করে দেখতে পায় এর সঙ্গে রক্ত জমাট বাধার ঝুঁকির কোনও সম্ভাবনা নাই।পরে জার্মানি, ফ্রান্স, ইতালি, স্পেন জানিয়েছে তারা টিকাটি আবারও প্রয়োগ শুরু করবে।
ইউরোপিয়ান মেডিসিন এজেন্সি সিদ্ধান্ত দেওয়ার পরও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো নিজেরাই সিদ্ধান্ত নেবে এই টিকাটি কখন আর কিভাবে প্রয়োগ আবারও শুরু হবে।ইতিমধ্যে সুইডেন জানিয়েছে, সিদ্ধান্ত নিতে তাদের আরও কিছু দিন সময় লাগবে।ইউরোপীয় দেশগুলো অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রয়োগ বাতিল করলে অঞ্চলটিতে টিকাদানের গতি নিয়ে উদ্বেগ তৈরি হয়।ইতিমধ্যেই সরবরাহ ঘাটতির কারণে অঞ্চলটিতে টিকাদান বিঘ্নিত হচ্ছে।
আরও পড়ুন: বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ পেলেন যারা