ঢাকা ০২:২০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




বক্সার মোহাম্মদ আলীর বেল্ট ৫৮ কোটিতে বিক্রি

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ১২:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২ ২৮৮ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

বক্সার মোহাম্মদ আলীর বেল্ট ৫৮ কোটিতে বিক্রি

১৯৭৪ সালের ৩০ অক্টোবর শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বক্সিং লড়াই হয়েছিল কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে। মঞ্চে লড়েছেন মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যান। আলীর বয়স তখন ৩২ পেরিয়ে গেছে, জো ফ্রেজিয়ারের কাছে ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’তে হেরে মুখোমুখি হয়েছিলেন ২৫ বছর বয়সী ফোরম্যানের। কিন্তু সেদিন আলী বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন, কেন তাকে ‘গ্রেটেস্ট’বলা হয়। ‘আন্ডারডগ’হিসেবে নেমে অষ্টম রাউন্ডে তার হাতে নকআউট ফোরম্যান!

বিজ্ঞাপন

গ্যালারিতে ৬০ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হয়েছিল সে ম্যাচ। আর বিশ্বজুড়ে টিভিতে দেখেছিলেন ১০০ কোটিরও বেশি দর্শক। সে সময় টিভিতে সরাসরি সম্প্রচারিত কোন অনুষ্ঠান সর্বোচ্চসংখ্যক দর্শক দেখার রেকর্ড এটি। আয়োজকেরা তুলে নেন ১০০ মিলিয়ন ডলারের বেশি।

আরও পড়ুন : জাপান ইন্টারন্যাশিনাল কো-অপারেশন এজেন্সির কাছে বাজেট সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী

‘রাম্বল ইন দ্য জাঙ্গল’খ্যাত সেই হেভিওয়েট ম্যাচটি অনেকের চোখেই ‘তর্কযোগ্যভাবে বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্ট’। জয় তুলে নেয়ার পর ৬.১৮ মিলিয়ন ডলারের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৮ কোটি ৩০ লাখ টাকা) আলীর বেল্টটি সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। রবিবার সেই বেল্টটি কিনে নেন এনএফএলের দল ইন্ডিয়ানাপলিস কোল্টসের মালিক জিম ইয়ারসে।

তিনি নিজেও টুইট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রক মিউজিক, পপ কালচার এবং ইতিহাস নিয়ে নিজের সংগ্রহশালা সমৃদ্ধ করতে আলীর বেল্টটি কিনেছেন। এখন তার সেই সংগ্রহশালা যুক্তরাষ্ট্র ঘুরে ঘুরে প্রদর্শন করা হচ্ছে। আগামী ২ আগস্ট শিকাগোর নেভি পিয়ের এবং ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপলিসে বেল্টটি প্রদর্শিত হবে।




ফেসবুকে আমরা




x

বক্সার মোহাম্মদ আলীর বেল্ট ৫৮ কোটিতে বিক্রি

প্রকাশিত : ১২:৪২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুলাই ২০২২
বিজ্ঞাপন
print news

বক্সার মোহাম্মদ আলীর বেল্ট ৫৮ কোটিতে বিক্রি

১৯৭৪ সালের ৩০ অক্টোবর শতাব্দীর সবচেয়ে বিখ্যাত বক্সিং লড়াই হয়েছিল কঙ্গোর কিনশাসায় টাটা রাফায়েল স্টেডিয়ামে। মঞ্চে লড়েছেন মোহাম্মদ আলী ও জর্জ ফোরম্যান। আলীর বয়স তখন ৩২ পেরিয়ে গেছে, জো ফ্রেজিয়ারের কাছে ‘ফাইট অব দ্য সেঞ্চুরি’তে হেরে মুখোমুখি হয়েছিলেন ২৫ বছর বয়সী ফোরম্যানের। কিন্তু সেদিন আলী বিশ্বকে দেখিয়ে দিয়েছিলেন, কেন তাকে ‘গ্রেটেস্ট’বলা হয়। ‘আন্ডারডগ’হিসেবে নেমে অষ্টম রাউন্ডে তার হাতে নকআউট ফোরম্যান!

বিজ্ঞাপন

গ্যালারিতে ৬০ হাজার দর্শকের সামনে অনুষ্ঠিত হয়েছিল সে ম্যাচ। আর বিশ্বজুড়ে টিভিতে দেখেছিলেন ১০০ কোটিরও বেশি দর্শক। সে সময় টিভিতে সরাসরি সম্প্রচারিত কোন অনুষ্ঠান সর্বোচ্চসংখ্যক দর্শক দেখার রেকর্ড এটি। আয়োজকেরা তুলে নেন ১০০ মিলিয়ন ডলারের বেশি।

আরও পড়ুন : জাপান ইন্টারন্যাশিনাল কো-অপারেশন এজেন্সির কাছে বাজেট সহায়তা চেয়েছেন অর্থমন্ত্রী

‘রাম্বল ইন দ্য জাঙ্গল’খ্যাত সেই হেভিওয়েট ম্যাচটি অনেকের চোখেই ‘তর্কযোগ্যভাবে বিংশ শতাব্দীর সেরা ক্রীড়া ইভেন্ট’। জয় তুলে নেয়ার পর ৬.১৮ মিলিয়ন ডলারের (বাংলাদেশী মুদ্রায় প্রায় ৫৮ কোটি ৩০ লাখ টাকা) আলীর বেল্টটি সম্প্রতি নিলামে তোলা হয়েছিল। রবিবার সেই বেল্টটি কিনে নেন এনএফএলের দল ইন্ডিয়ানাপলিস কোল্টসের মালিক জিম ইয়ারসে।

তিনি নিজেও টুইট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের রক মিউজিক, পপ কালচার এবং ইতিহাস নিয়ে নিজের সংগ্রহশালা সমৃদ্ধ করতে আলীর বেল্টটি কিনেছেন। এখন তার সেই সংগ্রহশালা যুক্তরাষ্ট্র ঘুরে ঘুরে প্রদর্শন করা হচ্ছে। আগামী ২ আগস্ট শিকাগোর নেভি পিয়ের এবং ৯ সেপ্টেম্বর ইন্ডিয়ানাপলিসে বেল্টটি প্রদর্শিত হবে।