বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ছাত্রদল কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
- প্রকাশিত : ০৭:২১:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ মে ২০২২ ৩১২ বার পঠিত
বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ছাত্রদল কুরুচিপূর্ণ বক্তব্য রাখায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
মামুনুর রশিদ,লালমনিরহাট প্রতিনিধিঃ প্রধানমন্ত্রীকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এর সাধারণ সম্পাদক কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লালমনিরহাট জেলা ছাত্রলীগ, জেলা সরকারি কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ই মে) সকালে লালমনিরহাটের সরকারী কলেজ এর সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা মিশোন মোড় শহীদ মিনারের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ জানায় ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সময় বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ,সাধারণ সম্পাদক আরিফ ইসলাম, ও সাবেক ছাত্র নেতা ও জেলা আওয়ামী লীগ এর অন্যতম সদস্য জনাব এরশাদ হোসেন জাহাঙ্গীর
এবং ছাত্রলীগের অন্যান্য নেতাকর্মীরা।
বক্তব্যে বক্তারা বলেন,
ঐক্যবদ্ধ ছাত্রলীগ
বুলেটের চেয়েও শক্তিশালী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে ছাত্রদল কুরুচিপূর্ণ কৌটুক্তি মূলক কথা বলেছেন,তারই পরিপ্রেক্ষিতে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। প্রধানমন্ত্রীকে যে কেউ কোনরকম বাজে কথা বললে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে বলে জানিয়েছেন তারা।