সংবাদ শিরোনাম :
বঙ্গবন্ধু টি-২০ কাপে মিনিষ্টার গ্রুপ রাজশাহীর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
কালের ধারা ২৪ ডেস্ক :
- প্রকাশিত : ০৩:১৬:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০ ৭৭৫ বার পঠিত
আসন্ন বঙ্গবন্ধু টি-২০ কাপ সামনে রেখে মিনিষ্টার রাজশাহী অধিনায়কের নাম ঘোষণা করেছেন।অধিনায় হিসেবে মিনিষ্টার গ্রুপ রাজশাহী দলকে নেতৃত্ব দিবেন রাজমুল হোসেন শান্ত।
এরই মধ্যে বঙ্গবন্ধু টি-২০ টুর্নামেন্টের ৪ দলের অধিনায়কের নাম ঘোষণা করা হয়েছে।রাজশাহিও আজ অধিনায়কের নাম ঘোষণা করলো।
মিনিষ্টার গ্রুপ রাজশাহী আজ (১৯ নভেম্বর) নিজেদের জার্সি উন্মোচন অনুষ্ঠানে শান্তর হাতে অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেন দলটির চেয়ারম্যান রাজ্জাক খান।জার্সি উন্মোচন এবং অধিনায়কের নাম ঘোষণার পাশাপাশি প্রকাশ করা হয় দলটির থিম Song।
উল্লেখ্য, ফরচুন বরিশাল দলের অধিনায়ক তামিম ইকবাল, জেমকন খুলনার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন, বেক্সিমকো ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম।
সূত্র: গণমাধ্যম।