‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’য় ১০০ টাকার প্রিমিয়ামে ২ লাখ টাকা ক্ষতিপূরন
- প্রকাশিত : ০২:২৩:৫০ অপরাহ্ন, বুধবার, ৩ মার্চ ২০২১ ৬২৭ বার পঠিত
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ‘বঙ্গবন্ধু সুরক্ষা বীমা’ চালু করার উদ্যোগ নিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ।এই বীমাটির মেয়াদ হবে ১ বছর।এই সময়ে যদি কোনো গ্রাহক ১০০ টাকা প্রিমিয়ামে বীমা করেন তবে তাকে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে।গণমাধ্যমে এমনটাই জানিয়েছেন আইডিআরএর চেয়ারম্যান ড. এম মোশাররফ হোসেন।
তিনি আরও জানান, জাতীয় বীমা দিবেসে বীমাটির উদ্বোধন করা হবে।বঙ্গবন্ধু চেয়েছিলেন দেশের সব মানুষ যাতে সুরক্ষায় থাকেন।তাঁর এ ইচ্ছাপূরণের জন্য আমরা উদ্যোগটি নিয়েছি।মাত্র ১০০ টাকা প্রিমিয়াম নিয়ে ২ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থা করেছি।
বীমার মেয়াদ ১ বছর।এটি নবায়নযোগ্য।এ ক্ষেত্রে সাধারণ বীমা গ্রাহকদের বয়স হতে হবে নূন্যতম ১৬ থেকে সর্বোচ্চ ৬৫ বছর।আর গার্মেন্টস শ্রমিকদের ক্ষেত্রে বয়স হতে হবে নূন্যতম ১৪ থেকে সর্বোচ্চ ৬৫ বছর।এককালীন বীমার প্রিমিয়াম ১০০ টাকা।কাভারেজ ২ লাখ টাকা।
‘বঙ্গবন্ধু সরুক্ষা বীমা’র আওতায় আসা গ্রাহকের দুর্ঘটনায় ৬ মাসের মধ্যে মৃত্যু হলে তার ওয়ারিশদার ২ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।আঘাতের ৬ মাসের মধ্যে দুটি চোখ, কিংবা দুটি হাত, দুটি পা হারালে ২ লাখ টাকা ক্ষতিপূরণ পাবেন।এছাড়াও একটি হাত, একটি পা কিংবা একটি পা ও একটি হাত সম্পূর্ণ হারালে গ্রাহক ২ লাখ টাকার ক্ষতিপূরণ পাবেন।বীমাকারী ব্যক্তিকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।
সূত্র: গণমাধ্যম।