৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ ৩৯টি দেশের নাগরিকদের যুক্তরাজ্য ভ্রমনে নিষেধাজ্ঞা
- প্রকাশিত : ১১:১৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ৩ এপ্রিল ২০২১ ৭৫৭ বার পঠিত
৯ এপ্রিল থেকে বাংলাদেশসহ ৩৯টি দেশের নাগরিকদের যুক্তরাজ্য ভ্রমনে নিষেধাজ্ঞা
মহামারি করোনা সংক্রমণ রোধে এবার বাংলাদেশ,পাকিস্তান, কেনিয়া ও ফিলিপিন্সকেও লাল তালিকাভূক্ত করেছে ব্রিটেন।এরমধ্য দিয়ে বাংলাদেশসগ ৩৯টি দেশের নাগরিকরা যুক্তরাজ্য ভ্রমণ করতে পারবেন না।
চলতি বছরের ৯ এপ্রিল থেকে কার্যকর হবে এই নিষেধাজ্ঞা।এরমধ্যে, অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন নেওয়া অন্তত ২৫ জনের রক্ত জমাট বেঁধেছে বলে জানিয়েছে যুক্তরাজ্য।
বিশ্বজুড়ে করোনা সংক্রমণ বাড়তে থাকায় আবারও কঠোর অবস্থানে ব্রিটেন।পূর্বের ৩৫ দেশের সঙ্গে নতুন করে ৪টি দেশের নাগরিকদের ব্রিটেন ভ্রমণে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
উল্লেখিত ৩৯টি দেশের নাগরিকরা যুক্তরাজ্য প্রবেশ করতে পারবেন না।যা ৯ এপ্রিল থেকেই এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।এমনকি ৯ এপ্রিলের আগের দিনগুলোতেও এসব উল্লেখিত দেশগুলো থেকে যাত্রা শুরু করা যাত্রীরাও যুক্তরাজ্য প্রবেশ করতে পারবেন না।
সূত্র: গণমাধ্যম।