বাংলাদেশি বিজ্ঞানী এম. জাহিদ হাসান লরেন্স অ্যাওয়ার্ড পেলেন
- প্রকাশিত : ০২:৩৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ মার্চ ২০২১ ৫৮৪ বার পঠিত
বাংলাদেশি বিজ্ঞানী এম. জাহিদ হাসান লরেন্স অ্যাওয়ার্ড পেলেন
কনডেন্সড ম্যাটার অ্যান্ড ম্যাটেরিয়াল সায়েন্সেস (ঘনপদার্থ ও বস্তু সংক্রান্ত বিজ্ঞান) নিয়ে গবেষণার জন্য আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশি-মার্কিন পদার্থবিজ্ঞনী এম. জাহিদ হাসান।
আমেরিকার ডিপার্টমেন্ট অব এনার্জি সংস্থাটির পক্ষে এই পুরস্কার দেওয়া হয়।সংস্থাটির পক্ষে বলা হয়, ‘জাহিদ হাসান স্পিন-অ্যাঙ্গেল-রিজলভড ফটোএমিশন স্পেকট্রোস্কোপি ব্যবহার করে যেসব এক্সপেরিমেন্ট করেছেন-সেটাই পদার্থের নতুন দশা এবং নতুন ধরনের ফার্মিয়নিক কোয়াসিকণা আবিষ্কারকে ত্বরান্বিত করেছে।’
উল্লেখ্য, ১৯৫৯ সালে আর্নেস্ট অরল্যান্ডো লরেন্স অ্যাওয়ার্ড প্রবর্তিত হয়।বিজ্ঞানী আর্নেস্ট লরেন্সের প্রতি সম্মান জানিয়ে দেওয়া হয় এই পুরস্কার।তিনি সাইক্লোট্রন আবিস্কার করেন।এটি এক ধরনের কণা ত্বরক যন্ত্র।এই আবিষ্কারের জন্য তিনি ১৯৩৯ সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান।
আরও পড়ুন: ঢাকা ওয়াসার পানির দাম ৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব
সূত্র: প্রিন্সটন ডট এডু/নেচার