বাংলাদেশের দ্রুত ৬ উইকেটের পতন
- প্রকাশিত : ০৯:০৬:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ১৮৩ বার পঠিত
বাংলাদেশের দ্রুত ৬ উইকেটের পতন
দ্রুত ৬ উইকেটের পতন হওয়ায় দিক হারাচ্ছে টাইগাররা। লক্ষ্য ১৬৬ রান। চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাওয়ার প্লেতেই বিপদের মুখে পড়ে গেলো বাংলাদেশ। ৪১ রানে হারালো ৪ উইকেট।
তানজিদ হাসান, লিটন দাসের পর সাইফ হাসান— ব্যাটিং অর্ডারের শীর্ষ ৩ ব্যাটসম্যানকেই হারিয়েছে বাংলাদেশ।
আকিল হোসেন ফুল লেংথের বলটাকে সরে সুইপ করেছিলেন সাইফ। কিন্তু টাইমিংয়ে গড়বড় করে ফেলেছেন। শর্ট ফাইন লেগে দাঁড়ানো শেফার্ড বল মুঠোবন্দী করার জন্য যেন ওত পেতে ছিলেন।
পাওয়ার প্লের শেষ ওভারে আরেকটি উইকেট হারাল বাংলাদেশ। জেসন হোল্ডারের বলে বাজে শট খেলে ফিরে গেলেন শামীম হোসেন।
পুল করার লেংথে বল ছিল না। তবুও জোর করে সেই শট খেলতে গেলেন শামীম। ব্যাটে-বলে করতে পারলেন না। মিডল স্টাম্পের উপরের অংশ ছুঁয়ে গেল বল।
৪ বলে ১ রান করে ফিরলেন শামীম। নুরুল হাসান সোহান ১০ বলে ৫ রান করে সাজ ঘরে।
১১ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ৫৬। ক্রিজে তাওহিদ হৃদয়ের সঙ্গী তানজিম সাকিব ব্যাট করছেন।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ।















