ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




বাংলাদেশের ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ নিতে চায় নেপাল

কালের ধারা ২৪ ডেস্ক :
  • প্রকাশিত : ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০ ১১৩২ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

গ্লোবের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, বাংলাদেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যানকোভিডের ২ মিলিয়ন ডোজ ক্রয়ের সমঝোতা হয়েছে নেপালের আনমোল ফার্মাসিক্যাল এর সঙ্গে।আরও বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে।যদিও নাম প্রকাশ করেননি হারুনুর রশীদ।

বিজ্ঞাপন

যতদ্রত সম্ভব মানুষের দেহে প্রয়োগের অনুমতি চাইতে আবেদন জমা দিবে প্রতিষ্ঠানটি।

এটি সফল হলে বাংলাদেশের চাহিদা মেটানোর পরই বিভিন্ন দেশে রফতানি করা হবে এমনটাই জানিয়েছেন গ্লোবের বায়োটেকের চেয়ারম্যান।দাম সম্পর্কে তিনি বলেন, ব্যানকোভিডের মূল্য প্রায় সাড়ে ৩ হাজার টাকা হতে পারে।দামের বিষয়ে চূড়ান্ত না হলেও অন্য ভ্যাকসিনের থেকে তুলনামূলক দাম কম হবে।

template 3

নেপালের অ্যাম্বাসেডর ডা. বনশ্রীধর মিশ্রা জানান, তারা ব্যানকোভিড ভ্যাকসিন নিতে আগ্রহী।হিউম্যান ট্রায়াল সফল হলে সরকারিভাবে ক্রয় করতে চান তারা।তিনি আরও জানান, বাংলাদেশ সরকার চাইলে নেপাল ক্লিনিক্যাল ট্রায়ালও করতে চায়।

গ্লোব বায়োটেক জানায়,অক্টোবরেই প্রাণিদেহের ট্রায়ালে সম্পন্ন করেছে, এখন তারা হিউম্যান ট্রায়ালের যাওয়ার জন্য প্রস্তুত।সবকিছু ঠিকঠাক থাকলে এবং সরকারের সহযোগিতা পেলে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে আসবে।

সূত্র:সময় নিউজ।




ফেসবুকে আমরা




x

বাংলাদেশের ভ্যাকসিন ‘ব্যানকোভিড’ নিতে চায় নেপাল

প্রকাশিত : ০৬:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২০
বিজ্ঞাপন
print news

গ্লোবের চেয়ারম্যান হারুনুর রশীদ জানান, বাংলাদেশে তৈরি করোনাভাইরাসের ভ্যাকসিন ব্যানকোভিডের ২ মিলিয়ন ডোজ ক্রয়ের সমঝোতা হয়েছে নেপালের আনমোল ফার্মাসিক্যাল এর সঙ্গে।আরও বেশ কয়েকটি দেশ আগ্রহ প্রকাশ করেছে।যদিও নাম প্রকাশ করেননি হারুনুর রশীদ।

বিজ্ঞাপন

যতদ্রত সম্ভব মানুষের দেহে প্রয়োগের অনুমতি চাইতে আবেদন জমা দিবে প্রতিষ্ঠানটি।

এটি সফল হলে বাংলাদেশের চাহিদা মেটানোর পরই বিভিন্ন দেশে রফতানি করা হবে এমনটাই জানিয়েছেন গ্লোবের বায়োটেকের চেয়ারম্যান।দাম সম্পর্কে তিনি বলেন, ব্যানকোভিডের মূল্য প্রায় সাড়ে ৩ হাজার টাকা হতে পারে।দামের বিষয়ে চূড়ান্ত না হলেও অন্য ভ্যাকসিনের থেকে তুলনামূলক দাম কম হবে।

template 3

নেপালের অ্যাম্বাসেডর ডা. বনশ্রীধর মিশ্রা জানান, তারা ব্যানকোভিড ভ্যাকসিন নিতে আগ্রহী।হিউম্যান ট্রায়াল সফল হলে সরকারিভাবে ক্রয় করতে চান তারা।তিনি আরও জানান, বাংলাদেশ সরকার চাইলে নেপাল ক্লিনিক্যাল ট্রায়ালও করতে চায়।

গ্লোব বায়োটেক জানায়,অক্টোবরেই প্রাণিদেহের ট্রায়ালে সম্পন্ন করেছে, এখন তারা হিউম্যান ট্রায়ালের যাওয়ার জন্য প্রস্তুত।সবকিছু ঠিকঠাক থাকলে এবং সরকারের সহযোগিতা পেলে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির শুরুতে আসবে।

সূত্র:সময় নিউজ।