বাংলাদেশে করোনা টিকার পরবর্তী চালান ২৬ মার্চের পর

- প্রকাশিত : ১১:৩১:৫৪ অপরাহ্ন, রবিবার, ২১ মার্চ ২০২১ ৫৯১ বার পঠিত

বিশ্বজুড়ে চলছে করোনার টিকা দেওয়া।বাংলাদেশেও করোনার টিকা দেওয়া শুরু হয়েছে কিছুদিন আগে।ভারতের সেরাম ইনষ্টিটিউট তেকে অক্সফোর্ড-অ্যাষ্ট্রাজেনেকার টিকার পরবর্তী চালান চলতি মাসের ২৬ তারিখ বা তারপর আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সিচব মো. আবদুল মান্নান।
২১ মার্চ(রবিবার)তেজগাঁওয়ে সিএমএসডির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য সচিব বলেন, ২৬ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসবেন, আমার মনে হয় উনার সফরের সাথে বা উনার সফরের পরপরই আমরা সেরাম ইনষ্টিটিউট থেকে মার্চ মাসের যে চালান সেটি পাব।এ ব্যাপারে আমরা অত্যন্ত আশাবাদী।এমনও হতে পারে যে মার্চেরটা এপ্রিলের ১ম সপ্তাহে হতে পারে।আমাদের কাছে যতটুকু সংবাদ।
ভারতের সেরাম ইনষ্টিটিউটের কাছ থেকে ৩ কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে গতবছর নভেম্বরে যে চুক্তি হয়েছিল, তার মধ্যে ২ চালান ৭০ লাখ ডোজ ইতোমধ্যে বাংলাদেশ হাতে পেয়েছে।এর আগে ভারত সরকার উপহার হিসেবে ২০ লাখ ডোজ টিকা দিয়েছিল, সেটাও সেরাম ইনষ্টিটিউট উৎপাদিত অক্সফোর্ড-অ্যাষ্ট্রাজেনেকার টিকা, যা তারা বাজারজাত করছে কোভিশিল্ড নামে।
উল্লেখ্য, প্রথম চালান হাতে পাওয়ার পর গত ৭ ফেব্রুয়ারি সারা দেশে গণ টিকাদান শুরু হয়।এ পর্যন্ত ৪৭ লাখ ৬০ হাজার মানুষ এ টিকার ১ম ডোজ পেয়েছে, যা মোট জনসংখ্যার ৩ শতাংশের কম।
আরও পড়ুন: ২৫ মে বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন
সূত্র: গণমাধ্যম।