বাংলাদেশে দেশে কোন ধরনের হাহাকারের মতো খাদ্য সঙ্কট নেই : কৃষিমন্ত্রী
- প্রকাশিত : ১২:৫৬:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ অগাস্ট ২০২২ ২২৯ বার পঠিত
বাংলাদেশে দেশে কোন ধরনের হাহাকারের মতো খাদ্য সঙ্কট নেই : কৃষিমন্ত্রী
কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আমাদের দেশে কোন ধরনের হাহাকারের মতো খাদ্য সঙ্কট নেই। দেশের মানুষ আমাদের সঙ্গে ছিল, আছে ও থাকবে। আমাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নেবে না। বিগতদিনে বিএনপি-জামায়াত জোটের দুঃশাসন, অপশাসন ও লুটপাটের কারণে মানুষ অস্থির হয়ে পড়েছিল। বর্তমানে বাংলাদেশে সে রকম অবস্থার সৃষ্টি হয়নি।
ড. মো: আব্দুর রাজ্জাক আরও বলেন, বিএনপি চাচ্ছে আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ে ঘোলা পানিতে মাছ শিকার করতে। বিএনপি-জামায়াতের নৈরাজ্য কোন কাজে লাগবে না। বিএনপি যদি মনে করে থাকেন দেশের মানুষ অশিক্ষিত তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।
তিনি বিদ্যুত প্রসঙ্গে বলেন, লোডশেডিং এখন শুধু বাংলাদেশের সমস্যা না। লোডশেডিং বর্তমানে সারাবিশ্বের বড় বড় দেশগুলোতে হচ্ছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে তারাতো সে সময় ১ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন করে যায়নি। দেশে বিদ্যুতের যা উৎপাদন তা আমরাই করছি।
দেশের কৃষকদের সমস্যা তুলে ধরে মন্ত্রী বলেন, বিএনপির সময় সারের দাম ছিল ৯০ টাকা। আমরা ক্ষমতায় এসে সেই দাম কমিয়ে কৃষকদের কথা বিবেচনা করে ২৫ টাকা করেছি। বর্তমানে দেশে ১৬ টাকা দরে সার দেয়া হচ্ছে।
ভোজ্য তেলের দামের বিষয়ে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমে আসলে আমরাও কমিয়ে নিয়ে আসব। দেশের ভোজ্যতেলের সঙ্কট দূর করার জন্য আগামী তিন বছরের মধ্যে ৪০ থেকে ৫০ ভাগ ভোজ্যতেল উৎপাদন করে দেশের ঘাটতি পূরণ করা হবে।
আজ বুধবার বেলা ১১টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তন সভা মঞ্চে বিদ্যমান শষ্যবিন্যাসে তৈল ফসলের অন্তর্ভুক্তি এবং ধান ফসলের অধিক ফলনশীল জাত সমূহের উৎপাদন বৃদ্ধি শীর্ষক কর্মশালায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ অনুষ্ঠানে এসে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে কৃষিমন্ত্রী এসব কথা বলেছেন।
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের আয়োজনে ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহযোগিতায় কৃষি মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।