বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছে ৪২ হাজার হজযাত্রী
- প্রকাশিত : ১২:১৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুন ২০২২ ১৯৮ বার পঠিত
বাংলাদেশ থেকে সৌদি পৌঁছেছে ৪২ হাজার হজযাত্রী
পবিত্র হজ পালন করতে সোমবার (২৭ জুন) পর্যন্ত ২৩ দিনে বাংলাদেশ থেকে ৪২ হাজার একজন সৌদি আরব পৌঁছেছেন। সোমবার (২৭ জুন) দিবাগত রাতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আইটি হেল্প ডেস্কের হজের প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে।
হজ বুলেটিন সূত্রে জানা যায়, সৌদি আরব যাওয়া হজযাত্রীদের মধ্যে সরকারি ব্যবস্থাপনার ৩ হাজার ৩৮৫ জন ও বেসরকারি ব্যবস্থাপনার ৩৮ হাজার ৬১১৬ জন রয়েছেন। মোট ১১৭ ফ্লাইটে সৌদি যান হজযাত্রীরা।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৭টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ৪৫টি এবং ফ্লাইনাসের ৫টি ফ্লাইট রয়েছে।
বুলেটিনে আরো জানানো হয়, হয়বাংলাদেশি হজযাত্রীদের মধ্যে এখন পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। তারা হলেন- ঢাকার বিউটি বেগম, রংপুরের পীরগাছার আবদুল জলির খান, কুমিল্লা আদর্শ সদরের ধনপুরের মোছা. রামুজা বেগম, জয়পুরহাট সদরের মো. হেলাল উদ্দিন মোল্লা, নোয়াখালী জেলার নুরুল আমিন ও চাঁপাইনবাবগঞ্জের মো. জাহাঙ্গীর কবির। এর মধ্যে মক্কায় ৪ জন ও মদিনায় ২ জন হজ যাত্রী মারা গেছেন।
সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৮ জুলাই হজ অনুষ্ঠিত হবে। এবার সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর কোটা ৪ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনার কোটা ৫৩ হাজার ৫৮৫। পরবর্তীতে কোটা বাড়িয়ে বাংলাদেশ থেকে অতিরিক্ত ২৪২৫ হজযাত্রীকে সুযোগ দেওয়া হয়। হজযাত্রীদের সৌদি আরবে যাওয়ার ফ্লাইট গত ৫ জুন শুরু হয়েছে। সৌদি আরবে যাত্রার শেষ ফ্লাইট ৩ জুলাই। হজ শেষে ফিরতি ফ্লাইট শুরু হবে আগামী ১৪ জুলাই। ফিরতি ফ্লাইট শেষ হবে ৪ আগস্ট।
সূত্র: কালের কন্ঠ