বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন নেত্রকোনা জেলার শিক্ষক মুঃ রানা আসিফ
- প্রকাশিত : ১২:১৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ মার্চ ২০২১ ৯৫৪ বার পঠিত
মোঃ আমানউল্লাহ আমান, নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোণা জেলার মধ্যে সর্বপ্রথম তিনি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। তিনি নেত্রকোণার গর্ব। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্পর্শে গড়া প্রাচীন এই সংগঠনটির সভাপতি মোঃ আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতিন এর রেজিঃ নং ১৮০৮/৭৫ (১৯৬২-৬৩ খ্রিঃ)।
মুঃ রানা আসিফ সাহেব এর ইচ্ছে তিনি এই সমিতির কর্মকাণ্ডের সাথে তাঁর নিজ ও পারিবারিক ঐতিহ্য এবং জড়িত। তসি সম্মানের সহিত দায়িত্ব পালন করে যাবেন। তিনি চান বর্তমান বাংলাদেশ উন্নয়নের যে রোল মডেলের রূপকার জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে সৎ ন্যায় নীতিতে এই সংগঠন পরিচালনা করতে। জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত ব্যক্তিদের সমন্বয়ে এই সংগঠন কে শক্তিশালী ও দেশের সকল প্রাথমিক শিক্ষক সমাজের জন্য করতে চান। তিনি স্বপ্ন দেখেন বাংলার প্রত্যেকটি শিক্ষক হবে আদর্শবান,উন্নত মানসিকতার ও আদর্শিক চেতনার শিক্ষক।
প্রাথমিক শিক্ষার মানকে তিনি ডিজিটাল রুপে রুপান্তর করে গ্রাম বাংলায় পৌছে দিতে চান।গ্রামের মানুষ গ্রামের ছাত্রছাত্রী যেনো প্রাথমিক বিদ্যালয় থেকে ডিজিটাল ধারণা নিতে পারে তাই তিনি মহামান্য রাস্ট্রপতির এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুনজর কাড়তে চান। বাংলাদেশের প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ল্যাব বসিয়ে বাচ্চাদের শিখানো হবে আনন্দ মুখর ডিজিটাল পাঠদান । তিনি একজন আদর্শিক ও স্বপ্নদ্রষ্টা শিক্ষক। তার হাত ধরে বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি অনেক দূর এগিয়ে যাবে এই প্রত্যাশা।
আরও পড়ুন: করোনার টিকা নেওয়া যাবে রোজা রেখেই