ঢাকা ১০:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ




বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি কাপ -২০২২ এর ফাইনাল ম্যাচ সম্পূর্ণ

তপু মাঝি, চট্টগ্রাম প্রতিনিধি :
  • প্রকাশিত : ১১:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২ ৩৮০ বার পঠিত
কালের ধারা ২৪, অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
বিজ্ঞাপন
print news

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি কাপ -২০২২ এর ফাইনাল ম্যাচ সম্পূর্ণ

বিজ্ঞাপন

তপু মাঝি, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল মাঠে টি২০টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল সাড়ে ৯.৩০ সময় টি২০ টুনামেন্ট খেলার আয়োজন করেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমীর হেড কোচ শাহরিয়ার বিন রুবেল, ও সহকারী কোচ মোস্তাফিজুর রহমান

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার,সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবুল খায়ের এম. টি টি এস পি কমপ্লেক্স লিমিটেড,ডা. মোঃ কামাল উদ্দিন

সহসভাপতি, প্রাইভেট চিকিৎসক কল্যান সমিতি।

টিএস পি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল মাঠে টসে জয় লাভ করে কিংস কে ব্যাটিং এ পাঠায় রয়েলস। কিংস এর দেওয়া ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৩ রানের টার্গেট দেন। শাহরিয়ার বিন রুবেল ৭৬, তাকবির ৩০,জাকারিয়া ১৫ করেন,রয়েসল এর মোস্তাফিজুর রহমান,রিয়াদ, ওমর ফারুক ১টি করে উইকেট নেয়,১২৩ রানের জবাবে রয়েসল তাদের নিয়ন্ত্রীত বোলিং ও ফিল্ডিং এর মাধ্যমে রয়েসলকে ১০ ওভারে ৫/৬০ রানের মধ্যে আটকে ফেলে। রয়েলস হয়ে ফারুক ১০ রিয়াদ ২০ রান করেন এবং কিংস এর শাহরিয়ার বিন রুবেল ২ টি ও জাকারিয়া ও শরিফুল ৩ টি করে উইকেট নেন, কিংস এর শাহরিয়ার বিন রুবেল প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির প্রধান নিবাহী ও হেড কোচ শাহরিয়ার বিন রুবেল ও সহকারী কোচ মোস্তাফিজুর রহমান এবং অতিথি রা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।সৌজন্যেঃ রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন ।

বাংলা ট্র্যাক রয়েলস কে ৫০ রানে পরাজিত করেছে বাংলা ট্র্যাক কিংস।




ফেসবুকে আমরা




x

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি কাপ -২০২২ এর ফাইনাল ম্যাচ সম্পূর্ণ

প্রকাশিত : ১১:২৮:২২ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
বিজ্ঞাপন
print news

বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি কাপ -২০২২ এর ফাইনাল ম্যাচ সম্পূর্ণ

বিজ্ঞাপন

তপু মাঝি, চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থানাধীন ৪০নং ওয়ার্ড টিএসপি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল মাঠে টি২০টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

৩০ সেপ্টেম্বর রোজ শুক্রবার সকাল সাড়ে ৯.৩০ সময় টি২০ টুনামেন্ট খেলার আয়োজন করেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমীর হেড কোচ শাহরিয়ার বিন রুবেল, ও সহকারী কোচ মোস্তাফিজুর রহমান

উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

লায়ন জাহেদুল করিম বাপ্পী সিকদার,সাধারণ সম্পাদক রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আবুল খায়ের এম. টি টি এস পি কমপ্লেক্স লিমিটেড,ডা. মোঃ কামাল উদ্দিন

সহসভাপতি, প্রাইভেট চিকিৎসক কল্যান সমিতি।

টিএস পি কমপ্লেক্স সেকেন্ডারি স্কুল মাঠে টসে জয় লাভ করে কিংস কে ব্যাটিং এ পাঠায় রয়েলস। কিংস এর দেওয়া ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২৩ রানের টার্গেট দেন। শাহরিয়ার বিন রুবেল ৭৬, তাকবির ৩০,জাকারিয়া ১৫ করেন,রয়েসল এর মোস্তাফিজুর রহমান,রিয়াদ, ওমর ফারুক ১টি করে উইকেট নেয়,১২৩ রানের জবাবে রয়েসল তাদের নিয়ন্ত্রীত বোলিং ও ফিল্ডিং এর মাধ্যমে রয়েসলকে ১০ ওভারে ৫/৬০ রানের মধ্যে আটকে ফেলে। রয়েলস হয়ে ফারুক ১০ রিয়াদ ২০ রান করেন এবং কিংস এর শাহরিয়ার বিন রুবেল ২ টি ও জাকারিয়া ও শরিফুল ৩ টি করে উইকেট নেন, কিংস এর শাহরিয়ার বিন রুবেল প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

খেলা শেষে পুরস্কার প্রদান অনুষ্ঠানে বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমির প্রধান নিবাহী ও হেড কোচ শাহরিয়ার বিন রুবেল ও সহকারী কোচ মোস্তাফিজুর রহমান এবং অতিথি রা চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে পুরস্কার তুলে দেন।সৌজন্যেঃ রেজাউল করিম সিকদার ফাউন্ডেশন ।

বাংলা ট্র্যাক রয়েলস কে ৫০ রানে পরাজিত করেছে বাংলা ট্র্যাক কিংস।