বানারীপাড়ায় ফুলপিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে উত্তরপাড় বার্নার্স চ্যাম্পিয়ন
নাহিদ সরদার,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি:
বরিশালের বানারীপাড়ায় ফুল পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) বিকালে সরকারি বানারীপাড়া মডেল ইউনিয়ন ইনস্টিটিউশন (পাইলট) হাইস্কুল মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, খেলাধুলা শিক্ষার অঙ্গ। শরীর ও মন এবং মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই। তিনি আরও বলেন, আপনাদের প্রিয় সংসদ সদস্য মো. শাহে আলম খেলাধুলার বিষয়ে খুবই আন্তরিক। তাকে সাথে নিয়েই খেলাধুলার ব্যাপারে আপনাদের সব ধরনের সহযোগিতা করবো। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন। এ সময় তিনি বলেন, খেলাধুলার ক্ষেত্রে বানারীপাড়া একটি সমৃদ্ধ উপজেলা। যতদিন এখানে চাকরিরত অবস্থায় থাকব, খেলাধুলার ব্যাপারে আমাকে আপনাদের পাশে পাবেন। এ সময় তিনি মাদক ও ইভটিজিংসহ সব ধরনের সমাজবিরোধী কাজ থেকে দূরে থাকার জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ডের কাউন্সিলর জাহিদ হোসেন সরদার, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কে. এম. সফিকুল আলম জুয়েল, বানারীপাড়া ফ্রিডম ফ্যালকন টিমের কো-চেয়ারম্যান জহিরুল সৌরভ। খেলায় পৌর শহরের ১নং ওয়ার্ডের
উত্তরপাড় বার্নার্স ৫ উইকেটে ২নং ওয়ার্ডের সেন্ট্রাল জোনকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টে ম্যান অব দ্য সিরিজ মো. মহিবুল্লাহ্ এবং ফাইনাল খেলার ম্যান অফ দ্য ম্যাচ উত্তরপাড় বার্নার্সের শুভ। খেলায় আম্পায়ারের দায়িত্ব ছিলেন উত্তম, মো. সাব্বির ও মো. সুৃমন। সহোযোগিতায় ছিলেন মো. রাহাত বিল্লাহ্।
ভারপ্রাপ্ত সম্পাদক : শেখ মাজহারুল ইসলাম শাকিল