বানারীপাড়ায় বরিশাল-২ আসনের এমপি শাহে আলমের মায়ের জানাজা সম্পন্ন
- প্রকাশিত : ০৪:৫৫:০৯ অপরাহ্ন, শনিবার, ১৭ ডিসেম্বর ২০২২ ৪৯২ বার পঠিত
বানারীপাড়ায় বরিশাল-২ আসনের এমপি শাহে আলমের মায়ের জানাজা সম্পন্ন
নাহিদ সরদার, বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়া উজিরপুর বরিশাল-২ আসনের এমপি শাহে আলমের মায়ের জানাজা সম্পন্ন।
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাবেক সভাপতি ও (বানারীপাড়া-উজিরপুর) বরিশাল-২ আসনের সংসদ সদস্য শাহে আলম এমপির মমতাময়ী মা রিজিয়া বেগম (৮৫) ভোর ৫: ৩০ টার দিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যবরণ করেন। (ইন্না…….রাজিউন)
তাঁর মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন তার শুভাকাঙ্ক্ষীগন।
আজ বাদ জোহর বেলা ২:০০ টার সময় মরহুমার জানাযা বানারীপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।বরিশাল ২ আসনের মাননীয় সংসদ সদস্য,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, আলহাজ্ব মোঃ শাহে আলম এমপি’র মমতাময়ী মায়ের জানাজা সম্পন্ন হয়।নামাজের জানাজায় অংশ গ্রহণ করেন দক্ষিণ অঞ্চলের রাজনৈতিক অভিভাবক মাননীয় (মন্ত্রী), বরিশাল ১ আসনের মাননীয় সংসদ সদস্য, জননেতা আলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহ এমপি। বাংলাদেশ কৃষক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য, এফবিসিসিআই এর পরিচালক সেরনিয়াবাত মঈনউদ্দীন আব্দুল্লাহ্। ,আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক সাংসদ এ্যাড. তালুকদার মোঃ ইউনুস,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকএ্যাড, মাওলাদ হোসেন সানা, ও উজিরপুর বানারীপাড়া উপজেলার নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ।
জানাজা শেষে বানারীপাড়া পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পারিবারিক কবরস্থানে মরহুমাকে দাফন করা হয়।।