বানারীপাড়ায় ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে ইউপি সদস্য সোহেলের ফুলের শুভেচ্ছা

- প্রকাশিত : ০৫:২২:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুন ২০২১ ৪১২ বার পঠিত

নাহিদ সরদার, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সিদ্দুকুর রহমানকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়েছে।
বৃহস্পতিবার ২৪ জুন সন্ধ্যায় চেয়ারম্যানের সলিয়াব্কপুর গ্রামের নিজ বাসায় গিয়ে ২নং ওয়ার্ড থেকে বিপুল ভোটে বিজয়ী মো. সোহেল মেম্বার সাধারণ মানুষকে সাথে নিয়ে চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান।
এ সময় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ফারুকজ্জানকেও ফুলেল শুভেচ্ছায় সিক্ত করা হয়।
মহতি এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। এছাড়াও যুবলীগ নেতা বাবু বালী উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্পাদক মো. ফারুকুজ্জান উপস্থিত সকলের প্রতি আহবান জানিয়ে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বির্নিমাণে আওয়ামী লীগের পতাকাতলে থেকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।
তবেই প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ভিষণ বাস্তবে রূপ দিয়ে আমরা বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো।
আরও পড়ুন: বরিশালের বানারীপাড়ায় মিনিবার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন লায়ন এস এস সি ব্যাচ ২০১৬