বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট(অনুর্ধ-১৭)২০২২ এর উদ্বোধন করলেন এম পি শাহে আলম
- প্রকাশিত : ১১:৩০:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মে ২০২২ ২১৫ বার পঠিত
বানারীপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট(অনুর্ধ-১৭)২০২২ এর উদ্বোধন করলেন এম পি শাহে আলম
নাহিদ সরদার ,বানারীপাড়া প্রতিনিধি: বানারীপাড়ায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনামেন্ট(অনুর্ধ-১৭)২০২২ এর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও খেলা উদ্বোধন করেন বরিশাল -২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিপন কুমার সাহার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র এ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নুরুল হুদা,এ সময় উপস্থিত ছিলেন সলিয়াবাকপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়মীলীগ নেতা মোঃ সিদ্দিকুর রহমান মাস্টার, বানারীপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আফরোজা খানম, প্যানেল মেয়র অধ্যাপক এমাম হোসেন, পৌর আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রিপন বনিক, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সজল চৌধুরী,। খেলা পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও ক্রিড়া শিক্ষক কে এম সফিকুল আলম জুয়েল, সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন নাইম ও জেহাদ। খেলা ধারাভাষ্য ছিলেন বিপ্লব সরদার ও সুবল দাস। উদ্বোধনী খেলায় বানারীপাড়া পৌরসভা একাদশ ৫-১ গোলে সলিয়াবাকপুর ইউনিয়নকে পরাজিত করে।