বানারীপাড়ায় বিশিষ্ট ব্যবসায়ী অরুন দেবনাথের স্ত্রী রাঁধারাণী দেবনাথ আর নেই
- প্রকাশিত : ০১:২৯:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অগাস্ট ২০২১ ৩৭৫ বার পঠিত
নাহিদ সরদার, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি ও বন্দর বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী অরুন দেবনাথের সহধর্মীনি রাঁধারাণী দেবনাথ (৬০) আর নেই। ২ আগস্ট সোমবার বিকাল ৩টা ১০ মিনিটে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধিন অবস্থায় তিনি পরলোকগমণ করেন। তিনি বানারীপাড়া বন্দর বাজারের বিশিষ্ট কাপড় ব্যবসায়ী সঞ্জয় দেবনাথ ও উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন দেবনাথের মমতাময়ী মা। প্রয়াণকালে তিনি স্বামী,দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন জটিল রোগে ভূগছিলেন। ওই দিন রাত ৯টায় পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের নাথপাড়ায় পারিবারিক শ্মশানে তাকে সমাধীস্থ করা হয়।
তার প্রয়াণে বরিশাল-২ আসনের সংসদ সদস্য মো. শাহে আলম,বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলাম ফারুক,পৌরসভার মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল,উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম সালেহ মঞ্জু মোল্লা,পৌর আওয়ামী লীগ ও বন্দর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সুব্রত লাল কুন্ডু,উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল হুদা,২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা মীর সাইদুর রহমান শাহজাহান,সাবেক পৌর কাউন্সিলর রফিকুল আলম,আনিসুর রহমান ও মশিউর রহমান কামাল,বানারীপাড়া প্রেসক্লাবের সভাপতি রাহাদ সুমন,উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক মু.মুন্তাকিম লস্কর কায়েস,প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মোল্লা.সহ-সভাপতি কে এম শফিকুল আলম জুয়েল,পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক হায়দার আলী,ক্রীড়া সম্পাদক রিপন বনিক,উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি মমিনুল কবির মিঠুন,সাধারণ সম্পাদক ফোরকান আলী হাওলাদার,সাংগঠনিক সম্পাদক সাগর আহম্মেদ সাজু,উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদার,সাবেক যুগ্ম সম্পাদক হাজী সাঈয়েদ,উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক জোবায়ের আহম্মেদ রুথেন,পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল মাল,সাধারণ সম্পাদক সজল চৌধুরী,পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শফিক শাহিন,সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ শাওন.বানারীপাড়া ছাত্র বন্ধন ফোরামের প্রতিষ্ঠাতা ও সভাপতি আক্তারুজ্জমান ডলার এবং বাংলাদেশ ছাত্র ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক হৃদয় সাহাসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।