বানারীপাড়ায় মাদকে ছেঁয়ে গেছে গোটা উপজেলাসহ পৌর শহরের অলিগলি
- প্রকাশিত : ০৫:৪১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৮ জুলাই ২০২২ ২০৪ বার পঠিত
বানারীপাড়ায় মাদকে ছেঁয়ে গেছে গোটা উপজেলাসহ পৌর শহরের অলিগলি
নাহিদ সরদার, বানারীপাড়া প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার পৌর- শহরের মত অনেক এলাকায় মাদকে ছেঁয়ে গেছে গোটা উপজেলার অলিগলি। মাদক বিরোধী অভিযানে মাঝের মধ্যে কিছু মাদক কারবারী র্যাব, ডিবি ও পুলিশী জালে ধরা পড়লেও থেমে নেই মাদক সেবন ও ব্যাবসা।জেলমুক্ত হয়েই এরা আবার শুরু করে একই কারবার।এলাকায় মাদক বিক্রেতা সংখ্যা নেহাতই কম নয়।এরা অতি মুনাফার আশায় এই ব্যবসায় ঝুঁকে পড়ে। এলাকায় বাসস্ট্যান্ড, টিএন্ড টি , রায়ের হাট, কলেজ মোড়,দক্ষিণ নাজিরপুর, উওর পাড় শ্মশান ঘাট,কাঠ পট্রি, মাদ্রাসা রোড সহ আবাসন তিনটা হলো মাদকের আখরা, রিক্সা স্ট্যান্ড সংলগ্ন চিপা গলির মধ্যে চলে মাদক সেবন।
সরজমিনে দেখা গেছে সৈকত ডেকোরেটরের গলিতে প্রকৃতির ডাক সাড়তে গিয়ে তারা মাদক সেবন করছে। মহিষাপোতা ফকির বাড়ি রোডে চলে মাদক ব্যবসা, প্রথম প্রথম ফ্যামেলির একজন ব্যাবসা করলেও পরে মাদক ব্যবসায় জরিয়ে পরে ফ্যামেলির সকলে।কিছু পুরোনো মাদক ব্যবসায়ী ধরা পরলেও,এখনো অধরা নতুন নতুন ডজন ডজন কারবারী। এদের বিরুদ্ধে এখনই পদক্ষেপ না নিলে এলাকার যুব সমাজ অধঃপতনে তলিয়ে যাবে, এব্যাপারে প্রশাসনের নজরদারী আশা করে সচেতনমহল।